রিয়াজের দুঃখপ্রকাশ!
সেন্সর জটিলতায় শেষ পর্যন্ত অন্ধকারেই আটকে থাকলো আলোচিত ওয়েব সিনেমা 'অমীমাংসিত'। এটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি ঈদের বিশেষ চমক হিসেবে মুক্তির কথা ছিলো ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। কিন্তু সেটি আর হচ্ছে না বলে জানান আইস্ক্রিন-এর প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আহমেদ।
তিনি জানান, অনেকদিন ধরেই ছবিটি সেন্সরবোর্ডে আটকা পড়ে আছে। সে জন্য সকল প্রস্তুতি ও প্রচারণার পরেও সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দিতে অপারগ।
তার ভাষায়, ''এই ঈদে আপনাদের বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি দিতে পারছি না বিধায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। যথা সময়ে সমস্ত নিয়ম মেনে সেন্সর বোর্ডে জমা প্রদানের পরও অদ্যাবধি কোনও চিঠি না পাওয়াতে আমরা আইস্ক্রিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে, অতি দ্রুত সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা রাখছি। কারণ, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধ...