
রেড ডট অ্যাওয়ার্ডে অপো কালারওএস ১২ অপারেটিং সিস্টেমের জয়জয়কার
‘রেড ডট অ্যাওয়ার্ড: ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশন ডিজাইন ২০২২’ এ চমৎকার ডিজাইনের জন্য চারটি পুরষ্কার লাভ করেছে অপো কালারওএস ১২ অপারেটিং সিস্টেম। অপো স্যানস ফন্ট, ও রিল্যাক্স অ্যাপ, ওমোজি ও টু-ফিঙ্গার স্প্লিট স্ক্রিন ফাংশন এই চারটি ক্ষেত্রে ডিজাইনে অভিনবত্বের স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার পেয়েছে অপো কালারওএস ১২ অপারেটিং সিস্টেম।
অপো স্যানস অপো’র ডিজাইন করা একটি ইউনিভার্সাল টাইপফেইস, যা ২১টি দেশের ১১ ধরণের ভাষায় ব্যবহার করা যায়। ফন্টটির ভিজ্যুয়াল অপটিমাইজেশন ফন্টের গঠন থেকে শুরু করে গ্লিফস বা আকার-আকৃতি পর্যন্ত বিস্তৃত। সিম্পলিফায়িং স্ট্রোকের মতো সূক্ষ্ম অপটিমাইজেশন ফন্টটির সামগ্রিক আকারকে আরও সংক্ষিপ্ত ও আকর্ষণীয় করে তুলেছে। ফন্টের ক্ষেত্রে এ ধরণের আপডেট প্রযুক্তির উৎকর্ষতার প্রতিফলন এবং বিভিন্ন ধরণের প্রোডাক্টের স্ক্রীন ডিসপ্লেতে ফন্টটির সাবলীল ও পাঠযোগ্য উপস্থাপন নিশ্চিত করে।
‘ও রিল্যাক্স’ হ...