লায়ন্স জেলা ৩১৫ এ১ এর অন্তর্গত ৯টি ক্লাবের অভিষেক
লায়ন্স জেলা ৩১৫ এ১ এর অন্তর্গত ৯টি ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হলো ঢাকার আগারগাঁও এর বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে। এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ এ১ এস সাবেক গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রেজাউল হক এমজেএফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ১ এর প্রথম ভাইস গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া ও দ্বিতীয় ভাইস গভর্নর এ কে এম গোলাম ফারুক ও ঢাকা আলোকিত নারী লায়ন্স ক্লাবের সভাপতি সারমিন সেলিম তুলি।
লায়ন শফিকুল ইসলাম খোকন
অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অভিষেক অনুষ্ঠানে ঢাকা ইউটোপিয়া লায়ন্স ক্লাব, ঢাকা ট্রপিক্যাল লায়ন্স ক্লাব, নরসিংদী লায়ন্স ক্লাব, নরসিংদী সেন্ট্রিনিয়াল লায়ন্স ক্লাব, রায়পুরা লায়ন্স ক্লাব, খুলনা পাটগ্রাম কসবা লায়ন্স ক্লাব, নরসিংদী গ্রেটার লায়ন্স ক্লাব, ঢাকা সানবিম লায়ন্স ক্লাব ও আলোকিত নারী লায়ন্স ক্লাবের...