
শর্মিলীর জন্য মামুনুর রশীদের শোক
৮ জুলাই সকালে না ফেরার দেশে চলে যান বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সকল স্তরের মানুষজন তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। এক শোকবার্তায় নাট্যজন মামুনুর রশীদ বলেন, "আজ সকালে একেবারে আকষ্মিকভাবে আমাদের নন্দিত,শ্রদ্ধেয় অভিনেত্রী শর্মিলী আহমেদের আকষ্মিক মৃত্যুতে হতবাক হয়ে গেলাম। শুনেছিলাম তিনি কোলন ক্যনসারে ভুগছিলেন এবং
আশা করেছিলাম তিনি দ্রুতই ফিরে আসতে পারবেন। শর্মিলী আহমেদের সাথে আমাদের পরিচয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে। তিনি তখন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয়ের সঙ্গে যুক্ত হন। তার স্বামী চলচ্চিত্র পরিচালক রাকিব উদ্দিন আহমেদের ছবিতে অভিনয় করে তার শিল্পযাত্রা শুরু হয়। তার আগে তিনি রাজশাহী বেতারে ও পরে ঢাকা বেতারে অসংখ্য নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর বেতারে, টেলিভিশনে, চলচ্চিত্রে ও মঞ্চে বহু নাটকে অভিনয় করে খ্...