কানাডার টিভিতে বাংলাদেশের শাওন চৌধুরীর লাইভ সংগীতানুষ্ঠান
প্রথমবারের মতো কানাডার টিভিতে সরাসরি সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী। গত ৩১ জুলাই কানাডার সময় রাত সাড়ে ১০টা থেকে ২ ঘন্টাব্যাপী সেদেশের এন.আর.বি টেলিভিশন চ্যানেলে তার এই সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়। অনুষ্ঠানে শাওন চৌধুরী রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, পুরনো দিনের গান, নজরুল সঙ্গীত, ফিল্ম সঙ, গজল সহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে শিল্পী নিজের মৌলিক আধুনিক গানসহ উপমহাদেশের অনেক কিংবদন্তি শিল্পীর গান পরিবেশন করেন। তার পরিবেশিত প্রতিটি গান দর্শক-শ্রোতার মন কেড়ে নেয়। দেশ বিদেশের শ্রোতারা মুগ্ধ হয়ে তার গান উপভোগ করেন।
এ সম্পর্কে শাওন চৌধুরী বলেন, "আমি বিশ্বাস করি, শুদ্ধ সঙ্গীতের কোন দেশকাল নেই। আর শুদ্ধ সঙ্গীতের শ্রোতামাত্রই সার্বজনীন। আমি কৃতজ্ঞ আমার দর্শক শ্রোতাদের প্রতি। বিশেষ করে কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশের অগণিত দর্শক শ্রোতার ভালোবাসা ...