শানের নতুন মিউজিক ভিডিও “মাতাল” (ভিডিও)
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া এতোদিন একই চ্যানেলে গান ও ফিকশন প্রকাশ করে আসছে। এবার শুধুমাত্র গানের জন্য নতুন ইউটিউব চ্যানেল খুললো লায়নিক মাল্টিমিডিয়া। কন্ঠশিল্পী শান শাইকের নতুন মিউজিক ভিডিও ‘মাতাল’ এর মাধ্যমে লায়নিক মিউজিক আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। গানটির কথা লিখেছেন রকিব হোসেন, সুর ও সংগীত কন্ঠশিল্পী শানের।
নতুন এই গান প্রসঙ্গে শান বলেন, ‘গানটি একটু অন্যরম। আমি সাধারণত যেঙ ধরনের গান করি, তার থেকে একেবারেই আলাদা। ভীষণ ভালো লাগছে এই গান দিয়ে লায়নিক মিউজিকের যাত্রা শুরু হচ্ছে। বছর তিনেক আগে আমার আরেকটি গান দিয়েই লায়নিক মাল্টিমিডিয়ার যাত্রা শুরু হয়েছিল। রিফাত ও একান্ত তাসনিমের মডেলিংয়ে ভিডিওটি পরিচালনা করেছেন আদিত্য রুপু।
লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য গানগুলো এখন থেকে লায়নিক মিউজিকের ব্যানারে পাওয়া যাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ভিডিও লি...