শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্টুডিও জয়া’র বিশেষ আয়োজন
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া নিয়ে এসেছে বেশ কিছু নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও। যা ইতোমধ্যেই প্রকাশ শুরু হয়ে গেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেইসবুক পেইজ, ওয়েবসাইট সহ স্টুডিও জয়া'র সকল ডিজিটাল প্লাটফর্মে উন্মুক্ত করা হচ্ছে নতুন গান ও মিউজিক ভিডিওগুলো।
প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান থাকছে স্টুডিও জয়া'র ব্যানারে। এবারের দুর্গাপূজায় স্টুডিও জয়া'র আয়োজন সমন্ধে স্টুডিও জয়া'র কর্নধার সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন "বাঙালি উৎসব প্রিয় জাতি, বাঙালির প্রতিটি উৎসবেই স্টুডিও জয়া চেষ্টা করে দেশ বরেণ্য প্রবীণ এবং তরুণ শিল্পীদের কন্ঠে নতুন কিছু মৌলিক গান দর্শক শ্রোতাদের উপহার দিতে।
এবারের দূর্গা পূজায় নিয়ে আসা নতুন মৌলিক গানগুলোর মধ্যে থাকছে - বাপ্পা মজুমদ...