শিক্ষক দিবসে স্বপ্নদলের ফেসবুক লাইভ ও ‘হেলেন কেলার’
‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’-এ শিক্ষাগুরুদের প্রতি আন্তরিক সম্মান জানাতে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। এতে দিবসটি নিয়ে আলাপচারিতাসহ শিক্ষকের অতিমানবিক প্রেরণা আর শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক ‘হেলেন কেলার’ প্রযোজনার অংশবিশেষের অভিনয়ও প্রদর্শিত হবে। ৫ই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এ লাইভটি স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক আইডি (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ুধযরফ.ৎবঢ়ড়হ) থেকে সরাসরি সম্প্রচার হবে। অতিথি হিসেবে যুক্ত থাকবেন অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন-এর প্রতিষ্ঠাতা কামরুজ্জমান বালার্ক, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাটিজের প্রভাষক ইউকা ওকুদা, ‘হেলেন কেলার’-এর একক অভিনেত্রী ও সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েনা শবনম, ‘হেলেন কেলার’-এর প্রযোজনা-ব্যবস্থাপক শাখাওয়াত শ্যামল প্রমুখ। সঞ্চা...