শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল (১২ নভেম্বর) ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড আয়োজিত হয়। ইউকে এক্সাম বোর্ডের জন্য ব্রিটিশ কাউন্সিল পরিচালিত মে/জুন ২০২৪ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডেক্সেল কোয়ালিফিকেশনসে (‘ও’ লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) ৩৬ জন শিক্ষার্থীর অসামান্য ফলাফলের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেসকল শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করেছে তাদের এই আয়োজনে সম্মানিত করা হয়। তাদের অসাধারণ নৈপুণ্য ও অ্যাকাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে পার্টনার স্কুলগুলোর নিরলস প্রতিশ্রুতির ধারাবাহিকতার কারণে শিক্ষার্থীরা জাতীয়ভাবে সর্বোচ্চ স্থান অর্জনকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে।
স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটির উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। তিনি বলেন, “পড়াশোনার প্...