শিল্পকলায় স্বরকল্পন আবৃত্তিচক্রের আবৃত্তি প্রযোজনা
আগামীকাল ১ এপ্রিল শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত ‘পরানের গহীন ভিতর’ শীর্ষক এক আবৃত্তি প্রযোজনা।
বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক ছিলেন সৈয়দ শামছুল হক। তার রচিত ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থের আলোকে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ দুইটি আবৃত্তি প্রযোজনার আয়োজন করেছে। ১ এপ্রিল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এই প্রযোজনা পরিবেশিত হবে।
‘পরানের গহীন ভিতর’ শীর্ষক এই প্রযোজনাটির নির্দেশনায় আছেন মোস্তাফিজ রিপন।
নির্দেশক মোস্তাফিজ রিপন বলেন, “সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। লোকজ শব্দ আর হৃদয়ে কান পেতে তুলে আনা স্বগতঃবিলাপে কী অবলীলায় তিনি বলে...