শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্ব আলোচনায় বাবুল্যান্ডের সেমিনার
শহুরে আধুনিক জীবনের যান্ত্রিকতায় শিশুদের ওপর যে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয় তার ক্ষতিকর দিক এবং একটি সুস্থ, চাপমুক্ত শৈশব একজন শিশুকে কতটা ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে – এ প্রসঙ্গে আজ বাবুল্যান্ডের বাড্ডা শাখায় আয়োজিত সেমিনারে আলোকপাত করা হয়।
বাবুল্যান্ড, দেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ডে প্রতি মাসে প্রায় ৪০,০০০ শিশুকে পরিসেবা দিয়ে আসছে। এবং সম্প্রতি তারা এক সেমিনারের আয়োজন করে, যার মূখ্য আলোচ্য বিষয় ছিল বর্তমান সময়ে শিশুদের যথাযথ শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্ব।
বাবুল্যান্ড থেকে কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
সবুজ ঘাসের মাঠ, গাছপালা আর মুক্ত বাতাসের স্বাধীনতায় এই সময়টিতে শিশুদের একটু একটু করে বেড়ে ওঠার কথা। কিন্তু ইট-কাঠের দালানে ঠাসা আধুনিক শহরগুল...