শিশু ও যুববান্ধব নগর পরিকল্পনা তৈরিতে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা
একটি শহরে বা এলাকায় যদি শিশুদের খেলার অধিকার না থাকে, তারা যদি নিরাপদ অনুভব না করে তবে সে শহর শিশুবান্ধব হতে পারে না। শিশুবান্ধব শহর গড়ে তোলা হলে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্যই প্রবেশগম্য ও নিরাপদ শহর নিশ্চিত করা সম্ভব। নগর পরিকল্পনায় শিশুদের মতামতের প্রতিফলন না থাকায় বাংলাদেশে শিশুবান্ধব নগর নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কর্মশালার মাধ্যমে শিশু ও যুববান্ধব নগর তৈরিতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কি ধরণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তা শিশু ও যুবদের মাধ্যমেই চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে এ পরিকল্পনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি, বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে ডাব্লিউবিবি ট্রাস্ট- এর কৈবর্ত সভাকক্ষে 'শিশু ও যুববান্ধব শহর তৈরি' শীর্ষক চার দিনব্যাপী (২১,২২,২৩,২৪ ...