ওয়েব সিরিজ রিভিউ: শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’
লুৎফর হাসান
দুনিয়ার অনেক বিখ্যাত সিনেমায় পরিচালককে পাসিং শটে দেখা গেছে, এখানেও দেখা গেলো। বসলাম সময় নিয়ে। একটা ব্যাংকের ভেতরের ঘটনার মধ্য দিয়ে দেশের প্রায় অনেক সেক্টরের গল্পের ইশারা দিয়ে সিরিজের জার্নি শুরু হলো। গল্পে কী কী আছে, সেসব আলাপে না গিয়ে আমার কেন এত ভালো লাগলো, কী কী ভালো লাগলো সেসব লিখতে বসেছি।
২০০৭ সালে ‘ইট কাঠের খাঁচা’ নামের ধারাবাহিক নাটক থেকে আমি শিহাব শাহীনের যেকোনো নির্মাণ যত্ন নিয়ে দেখার চেষ্টা করি। কারণ, গল্পগুলো ধীরে এগোয়, তারপর আরও ধীরে সেই গল্পে থিতু করে দেয়। ফলে ‘ইট কাঠের খাঁচা’ থেকে তার নির্মাণ নিয়ে সাধারণ এবং সচেতন দর্শক হিসেবে আমারও যাত্রা শুরু হয় আস্তে-ধীরেই। যদিও তার বেশ আগে ‘রমিজের আয়না’ দেখেছিলাম। তবে টেলিভিশনের সামনে বসে নাটক দেখার সেই আনন্দের দিন কবেই শেষ হয়ে গেছে। যাহোক, সেই পুরনো মুগ্ধতা থেকে তার ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দেখতে বসলাম।
নিশো আমাদের স...