শীতের পিঠা খাওয়ার মজা অন্যরকম
অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
বাঙালি সংস্কৃতি শীতের পিঠা,নবান্ন উৎসব,কে ঘিরে আবর্তিত হয়। একাল সেকালের চিন্তা, চেতনা, চাল-চলন, জীবন যাপনে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। শহর ও গ্রামের জীবনের ভাঁজের বৈষম্য চেষ্টা করেও ঘুছানো যাবে না। কুয়াশার চাদর মাথায় নিয়ে কনকনে শীত এলে গ্রাম্য জীবন যাত্রার চেহারা যায় পাল্টে।
শীতের তীব্রতার প্রভাব গ্রামীণ জনপদে বয়ে আনে নানা উৎসব পর্ব, সৌন্দর্যের নান্দনিকতা। একদিকে ঝরা পাতার মর্মর ধ্বনির বিচ্ছেদ হাহাকার। অন্যদিকে ঝিলে বিলে অতিথি পাখির নয়নকাড়া মিলন মেলা। কুয়াশার চাদরে মোড়ানো মাঠে বিছানো সবুজের কারুকার্যতা।
দুর্বা ঘাসের উপর শিশিরকণা টুপটাপ পড়ে। কাঁচা রোদ সকালে মুক্তা দানার মতো হাসে, শিশির বিন্দু বনবনানীর লতা পাতায়। সকালে বা সন্ধ্যায় আগুনের চার পাশে ঘিরে গা গরম করে শীতার্ত মানুষ। মজার মজার তর্কে তুলে হাসি ঠাট্টার বিনিময়। এ দৃশ্য শহরের খাঁচায় পোষা শিশুরা আদ...