
শুরু হলো নারীর উদ্যোক্তাদের তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ২০২৫
নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েবের আয়োজনে আজ থেকে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে শুরু হলো তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন।
মেলায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে নারীর উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সময় উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল ।
জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে।
মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহন...