ইরাব সভাপতি অভিজিৎ, সম্পাদক আকতারুজ্জামান
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -ইরাব এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছ।
রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এসময় ইরাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
কমিটিতে অন্যরা হচ্ছেন সহ-সভাপতি রাকিব উদ্দিন (সংবাদ), যুগ্ম সম্পাদক মুরাদ মজুমদার (দৈনিক শিক্ষা), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন (বাংলাদেশ সংবাদ সংস্থা), দপ্তর সম্প...