
‘সাতকাহন’ এর ঈদ আয়োজন
এবার মাহে রমজান শুরু হচ্ছে ফাগুনের মাঝামাঝি এবং শেষ হচ্ছে গ্রীষ্মের প্রথমে। তাই এবার ফ্যাশন প্রেমীদের জন্য পোশাক নির্বাচন একটা ভাবনা-চিন্তার বিষয় বটে। কারণ বাতাসে যেমন বসন্তের আবহ থাকবে তেমনি গ্রীষ্মের তাপমাত্রার কথাও মাথায় রাখতে হবে পোশাক নির্বাচনে। বসন্তে প্রকৃতি সেজে ওঠে রঙের উৎসবে, আর সেই আনন্দে যোগ দিতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’ এবার নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ কালেকশন ২০২৫। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই নতুন সংগ্রহে থাকছে বসন্তের উচ্ছ্বাস, ভালোবাসার রঙ, আরামদায়ক ফেব্রিক্স ও নান্দনিক ডিজাইনের সমন্বয়। ‘সাতকাহন’র কালেকশনে এবার উজ্জ্বল রঙের দৃষ্টিনন্দন সংমিশ্রণ করা হয়েছে। ডিজাইনগুলোতে দেশীয় কারিগরদের শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যা ফ্যাশনপ্রেমীদের মন জয় করবে।
‘সাতকাহন’র ঈদ কালেকশনকে দু’টি ঋতুর ভিন্নতা এবং সংযোগের কথা মাথায় রেখে বিশেষভাবে সাজানো হয়েছে বাহারি রঙ, নকশা ও ট্রেন্ড...