
সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি এবং ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন প্রোজেক্ট বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন জার্মানি এবং হংকং-এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষকরা।
এই উদ্যোগটি ইউরোপীয় ইউনিয়ন এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থাকে (ইউএনআইডিও) দেওয়া ইউরোপীয় কমিশনের অনুদানের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক অনুশীলন প্রসারের লক্ষ্যে এই যৌথ সহায়তা কাজ করে থাকে।
এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চি...