সিডনিতে “রবীন্দ্র জয়ন্তী উৎসব”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিডনির অন্যতম নারী সংগঠন “আমাদের কথা” গতকাল ১৩মে সিডনির ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে আয়োজন করে “রবীন্দ্র জয়ন্তী উৎসব”। “অন্তরে জাগিছ হে অন্তর্যামী” শিরোনামে অনুষ্ঠানটির পুরোটা জুড়েই ছিল কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন তাঁরই সৃষ্টিকর্মের মাধ্যমে।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক গান,কবিতা,নাচ এবং আমন্ত্রিত অতিথিদের রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা সব মিলিয়ে পুরো হল জুড়েই যেন ছিল বিশ্বকবির বন্দনা।
আমাদের কথার সভাপতি পূরবী পারমিতা বোসের পরিচালনা এবং মঞ্জুশ্রী মিতা ও শাহরীন রলির উপস্থাপনায় শুরুতেই একক সংগীত পরিবেশন করে শিশু শিল্পী চিত্রা ও দিহান পরে দলীয় সংগীত ছিল (সারা, নিথিলা, চিত্রা, প্রজাপতি, চন্দ্রা, পারমী, আলিজা ও ঈশিকা)।বড়দের দলীয় ও একক সংগীত পরিবেশন করে বাঁধন, সূবর্না তালুকদার, ...