
সিরাজগঞ্জের দূর্গম চরে ”তারুণ্যের টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” উদ্বোধন
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের দূর্গম চরের পাথরাইল উচ্চ বিদ্যালয় মাঠে আজ ২৫ জানুয়ারী ২০২৫ থেকে শুরু হলো ”তরুণ্যের টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”।
দূর্গম চর এলাকার তরুণদের ধুমাপান ও মাদকের ছোবল থেকে দুরে রাখতে এবং সুস্থ্য বিনোদনের জন্য দেশের সবচেয়ে আকর্ষনীয় ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুইটি গুপে মোট ছয়টি দল (পাথরাইল একতা যুব স্পোটিং ক্লাব, দত্তকান্দি স্পোটিং ক্লাব, চর-পাঁচুরিয়া স্পোটিং ক্লাব, চরকাটারী সবুজ সেনা স্পোটিং ক্লাব, রিহাইপুকুরিয়া স্পোটিং ক্লাব, এবং ব্রাদ্রার্স স্পোটিং ক্লাব) এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জনস্বাস্থ্য অ্যাকটিভিস্ট মো. আতাউর রহমান মাসুদ। আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বি.এন.পি সহ-সভাপতি মো. আরিফ সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরকার, ক্রীড়াবিদ হারিস মাহমুদ সুমন, পিজি হাসপাতালের বায়োকেমিস্টি বিভাগের ল্য...