
সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের আয়োজনে সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য ঢাকার বাড্ডার সাতারকুল এলাকায় বিনামূল্যে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাতারকুল এরিয়ার ৪১ নং ওয়ার্ড এর পাচঁখোলা প্রাথমিক বিদ্যালয়ে মরহুম প্রফেসর এম সফিউল্লাহ ও নুরজাহান বেগমের স্বরণে তাদের সন্তান ও নাতি-নাতনিদের অর্থায়নে দিনব্যাপী এই স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম বায়স্তবায়ন করা হয়।
প্রাইম ব্যাংক আই হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে মোট ১০৩ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এসময় ৪ জনকে বিনামূল্যে চশমা বিতরণ ও ৬ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ইসিপির সহযোগী হাসপাতালে রেফার করা হয়। এ ছাড়াও ৩৫ জনকে ওষুধ দেওয়া হয়।
চক্ষুসেবা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে চোখের যত্নে করণীয় বিষয়ক...