রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: সুমাইয়া বৃষ্টি

সুমাইয়া বৃষ্টির প্রেমের নেশা

সুমাইয়া বৃষ্টির প্রেমের নেশা

বিনোদন, শিরোনাম
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী সুরকার ও কন্ঠশিল্পী বেলাল খানের ফিচারিংয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সুমাইয়া বৃষ্টি। ‘প্রেমের নেশা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এ মিজান। বেলাল খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন সুমাইয়া বৃষ্টি ও সাগর আহমেদ। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান-বেলাল। জর্জ মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত গানটি নিয়ে দারুন আশাবাদী সুমাইয়া বৃষ্টি। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘বেলাল ভাই’র সুরে অন্যরকম একটা মায়া আছে। আর গানটি মূলত এখনকার ট্রেন্ডকে মাথায় রেখে তৈরি করা। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’ মঞ্চ ও ইউটিউবে ফোক ঘরানার গানে সুমাইয়া বৃষ্টির আলাদা জনপ্রিয়তা রয়েছে। সুমাইয়া বৃষ্টিকে ফিচারিং প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘এখন থেকে নিয়মিত এ ধরনের ট্যালেন্টদের প্রমোট করতে চাই। বৃষ্টির গায়কী শ্রোতাদের মুগ্ধ...