সুলতানা’স ড্রিমের কর্মশালা শুরু
১৬জন নারী নির্মাতাদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সুলতানা’স ড্রিমের প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের কর্মশালা। আর এই কর্মশালা থেকেই সেরা দুইজন নির্মাণ করতে পারবেন ব্রেকিং দ্য সাইলেন্স শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
র্ফামগেটের সুলতানা’স ড্রিম কার্যলয়ে শুক্রবার মাসব্যাপি কর্মশালার শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার রুবাইয়াত হোসেন, গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ক্রিশ্টান হ্যাকেনব্রোক, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালেদ ঋতি, মনস্তাত্ত্বিক সৈয়দা ইফফাত হোসেন, চলচ্চিত্র প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ, মেহেদি হাসান, চৈতালী সমাদ্দার, শব্দ প্রকৌশলী নাহিদ মাসুদসহ আরো অনেকে।
কর্মশালায় অংশ নেওয়া ১৬ প্রতিযোগী হলেন- লাবনী আশরাফ, আতশী কর্মকার, ফাতিহা তাইরা, জাহারা নাজিফা নোভা, নুসরাত জাহান ইশাত, ফারাহ জলিল, আফ্রিদা মেহজাবীন, ...