সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

Tag: সেলেক্সট্রা-তে যোগ দিলেন আসিফুর রহমান খান

সেলেক্সট্রা-তে যোগ দিলেন আসিফুর রহমান খান

সেলেক্সট্রা-তে যোগ দিলেন আসিফুর রহমান খান

অর্থনীতি, শিরোনাম
দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সেলেক্সট্রা-র বিক্রয় (সেলস) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন জনাব আসিফুর রহমান খান। এর আগে, তিনি ওয়ালটন গ্রুপ (মোবাইল) এর প্রধান বিক্রয় কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন সাফল্যের সাথে। এছাড়া দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনে জনাব আসিফ কাজ করেছেন ইমার্জিং এনার্জি সল্যুইশন ও রিং বাংলাদেশে। জনাব আসিফুর রহমান খান বলেন, "অনলাইন-অফলাইন মার্কেটে সেলেক্সট্রা লিমিটেড ইতিমধ্যে তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বড় অর্জনের পথে এগোতে চাই আমরা।" সেলেক্সট্রা লিমিটেড মটোরোলা বাংলাদেশের একমাত্র পরিবেশক। এছাড়া লেনোভো ট্যাব, অ্যামেজফিট স্মার্টওয়াচ সহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য দেশের বাজারে নিয়ে আসছে তারা। ই-কমার্স ব্যবসায়ও ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করে চলেছে প্রতিষ্ঠানটি৷...