
স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা দিল ‘আই কেয়ার প্রোগ্রাম -এমএসএস’
সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের সেবা প্রদানের লক্ষ্যে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনে বিনামূল্যে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম আয়োজন করলো আই কেয়ার প্রোগ্রাম - এমএসএস।
গত ১৯ অক্টোবর (শনিবার) আয়োজিত এ স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে মোট ১৭৯ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। যার মাঝে ছাত্র ৬৪ জন এবং ছাত্রী ১১৫ জন। এ ছাড়াও ৭৯ শিক্ষার্থীকে ঔষধ ও ৪০ জনকে চশমা দেওয়া হয়।
মরহুম প্রফেসর এম সফিউল্লাহ ও নুরজাহান বেগমের স্বরণে তাদের সন্তান ও নাতি-নাতনিদের অর্থায়নে দিনব্যাপী এই স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে চক্ষুসেবা দেয়ার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে চোখের যত্নে করণীয় বিষয়ক প্রেজেন্টেশন দেন আই কেয়ার প্রোগ্রামের প্রতিনিধিগণ।
চক্ষুসেবা গ্রহণ করে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণ...