
স্বপ্নদলের তিনদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’
নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১৭তম প্রয়াণবার্ষিকী আগামী ১৪ই জানুয়ারি। এ উপলক্ষ্যে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ ও ১৭-১৮ই জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন করেছে তিনদিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৫'। উৎসবেবাঙলা নাট্যরীতিতে নির্মিত স্বপ্নদলের দেশ-বিদেশেপ্রশংসিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র দু’টি এবংনাট্য্যচার্য সেলিম আল দীনকে উৎসর্গ করে নির্মিতবাঙলা মূকাভিনয়রীতির দর্শকনন্দিত মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলাচত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা প্রভৃতি। ঐতিহ্যের ধারায় গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের ছাত্র জাহিদ রিপন।
নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের...