হাসান-মৌসুমী হামিদ জুটির টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’
চ্যানেল আই’য়ের মাঝ দুপুরের টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’ প্রচারিত হবে ৫ জানুয়ারি, ’২০২২ বিকেল ৩:০৫ মিনিটে। উপন্যাসিক ও নাট্যকার রাজীব মণি দাসের রচনায় এবং মীর সাখাওয়াতের পরিচালনায় গাজীপুরের বিভিন্ন স্থানে টেলিফিল্মটির চিত্রায়ন করা হয়।
সমাজ ও কাছের মানুষগুলো যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন সে ব্যক্তিটির মানসিকতা স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায়। তেমনই সঙ্গীত শিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে সৃষ্টি হয় নানান সমস্যা।
‘হারমোনিয়াম’ রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে গ্রামে ফিরে নিজের বান্ধবীকেই একপ্রকার ভুলতে বসেছে আনসার আলী। গ্রামবাসী তাকে সংবর্ধনা দেয়নি বলে মনের মধ্যে জেদ তৈরি হয় তার। গ্রামের মেম্বার থেকে শুরু করে ডাক্তার, মাতুব্বর সবাইকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দিতে থাকে আনসার। নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত আনসার আলীর বিরুদ্ধে একের পর এক নাল...