মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

Tag: হিলসের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বিষযক প্রশিক্ষণ

হিলসের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

হিলসের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

শিরোনাম, সারাদেশ
হিলস ই-কমার্স সোসাইটি উদ্যোক্তার টেকসই পরিবর্তনের কথা চিন্তা করে। এখন সময়টা ডিজিটাল। এ সময়ে টিকে থাকার লড়াইটা কঠিন থেকে কঠিনতর হবে যদি না প্রযুক্তিকে এড়িয়ে কাজ করতে চাওয়া হয়। সে জায়গা থেকে হিলস মনে করে কিছু বেসিক বিষয় জানাটা উদ্যোক্তাদের জন্য অত্যন্ত জরুরি। এই অনুধাবন থেকে হিলস বাংলাদেশ এর পাহাড় সমতলের ৩০ জন উদ্যোক্তার জন্য আয়োজন করেছিলো ৫ দিনব্যাপী "Hill Basic Entrepreneurship Training on Technology" ৩০ জুলাই থেকে থেকে ৩ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত উক্ত ট্রেনিং সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সার (গ্রাফিক্স ডিজাইনার) এবং হিল ই-কমার্স সোসাইটি এর মডারেটর এস এফ জ্যোতি। ৫ দিনব্যাপী এই আয়োজনে উদ্যোক্তাদের শেখানো হয়েছে গুগল ফর্ম তৈরি, গুগল বিজনেস আইডি তৈরি করা, পেইজ সেটআপ, বিজনেস স্যুট ব্যবহার, আইডিতে পেইজ সংযুক্ত করা। প্রশিক্ষণ এর উদ্বোধন করেন হিল ই-কমার্স সোসাইটির "শৃঙ্খলা বিষয়ক ...