রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: ১০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

১০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

১০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

বিনোদন, শিরোনাম
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা'র অনুপ্রেরণায় নির্মিত দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক দেনা পাওনা শতপর্ব ছুঁতে যাচ্ছে। চলতি বছরের ১৮ মে ধারাবাহিকটি দীপ্ত টেলিভিশনে সম্প্রচার শুরু হয়। খুব অল্প সময়েই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ড্রামা, সাসপেন্স ও রোমান্সে পরিপূর্ণ ধারাবাহিক নাটকটিতে নতুন নতুন চমক যেমন থাকছে, পাশপাশি থাকছে বিভিন্ন বৈচিত্রময় চরিত্রের সন্নিবেশ ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন। যে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সব শ্রেণির দর্শক নাটকটি গ্রহণ করেছে। ১৬ সেপ্টেম্বর দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। নতুন নতুন পর্ব নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে দেনা পাওনা নাটকটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে দেনা পাওনা। নাটকটিতে দেখা যায় ইরফান ও পারমিতা তাদের ভালবাসার স্বীকৃতি...