
১২০০ পর্বের মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’
গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প বলার চ্যালেঞ্জ নিয়ে ঠিক চার বছর আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিলো 'মাশরাফি জুনিয়র’-র। আগামী ২৮ নভেম্বর সফলতার সাথে জনপ্রিয় এই ধারাবাহিক পূর্ণ করতে যাচ্ছে ১২০০ পর্ব। শুধু পর্ব না, দীর্ঘ সময় প্রচারের কৃতিত্ব ধরে রেখে এটাই কি দীর্ঘতম ধারাবাহিক কী না-সেটাই কৌতুহল সৃষ্টি করেছে। নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো নিয়ে নস্টালজিয়ায় ভোগা দর্শক অবিশ্বাস্যভাবে শুরু থেকে এখনো পর্যন্ত আছে 'মাশরাফি জুনিয়র’-র সাথে। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সাথে দর্শকের এই মধুর সম্পর্ক কি আরো দীর্ঘ হবে!
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছে বন্ধু আর ক্রিকেট দুইটাই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিলো মণির পথে, সেই এখন মণিকে এগিয়ে দিচ্ছে...