
১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে ভূমি সিনিয়র সচিব
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, আগামী দু্’বছরের মধ্যে আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে।ইতিমধ্যে ভূমি সেবা হটলাইন ১৬১২২ চালু হয়েছে। ভূ-স্বত্বের উপর অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের অধিকাংশ মানুষ কোন না কোন ভাবে মামলা-মোকদ্দমায় জড়িত। ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণলব্দ জ্ঞানের মাধ্যমে কর্মকর্তাগণ ভূমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করার পাশাপাশি দুর্নীতি ও জনদুর্ভোগমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আজ রাজধানীর ডেমরা করিম জুট মিলস লি. মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চল্লিশ দিন ব্যাপী ১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরেরর মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান...