বুধবার, নভেম্বর ১৩Dedicate To Right News
Shadow

Tag: ১৩ বছর পর মেহের আফরোজ শাওন

১৩ বছর পর মেহের আফরোজ শাওন

১৩ বছর পর মেহের আফরোজ শাওন

বিনোদন, শিরোনাম
নিজের চতুর্থ সিনেমার কাজ শুরু করেছেন ফাখরুল আরেফীন খান। নাম ‘নীল জোছনা’। সরকারী অনুদানের এই সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। এই সিনেমার মাধ্যমে টানা ১৩ বছরের অভিনয়ের বিরতী ভাঙছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১১ সালে প্রয়াত বরেণ্য লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালক ‘স্বর্ণ কলস’ নামের একটি নাটকে। তারপর আর অভিনয় করেননি শাওন। নীল জোছনা’ সিনেমায় শাওন অভিনয় করবেন ব্যরিস্টার জয়া হক নামের একটি চরিত্রে। ১৩ বছর পর সম্পতি আরেফীনের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই আরেফীনের সিনেমায় কাজ করছি। এখন বাকিটা বলতে পারব শুটিং শুরু করার পর। আশা করছি ভালো একটি কাজ হবে। শাওনকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘যখন থেকে এই সিনেমার চিত্রনাট্য ল...