রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: ১৫০ পর্বে সাড়া জাগানো তুর্কি ধারাবাহিক ‘শিকারি’

১৫০ পর্বে সাড়া জাগানো তুর্কি ধারাবাহিক ‘শিকারি’

১৫০ পর্বে সাড়া জাগানো তুর্কি ধারাবাহিক ‘শিকারি’

বিনোদন, শিরোনাম
১৫০ পর্বে বৈশাখী টেলিভিশনের সাড়া জাগানো তুর্কি ধারাবাহিক ‘শিকারি’। ১৫০তম পর্বটি প্রচার হবে ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার রাত ৮.০০টায়। এটি নিয়মিত প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন মঙ্গল থেকে বৃহস্পতি রাত ৮টায়। বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজ-এর রচনায় সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক হলেন মুশফিকুর রহমান মঞ্জু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বারিস আরদুস ও বুরজু বিরিচিক। আরো অভিনয় করেছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে, ইথ চ্যাকির, সুবুরজু দুশকুন, মেতেহান পারিলতি প্রমুখ। বাংলায় ডাব করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল...