২০ জন ইক্যাব সদস্য পেলেন আইডিয়া প্রকল্পের অনুদান
গতকাল ৮ আগষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে সরকারের আইডিয়া প্রকল্প থেকে নারী উদ্যোক্তাদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এরমধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব এর ২০ জন নারী উদ্যোক্তাও ছিলেন।
গতকাল আইসিটি বিভাগের মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ।অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ ।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর কর্মকাণ্ডকে পূর্ণতা দিয়েছেন বেগম মুজিব। বঙ্গমাতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদামাটা জীবন যাপন করেন এবং নারীদের জন্য কাজ করার অনুপ্রেরণা পান। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার পরিমাণ পুরুষদে...