২৬৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঠাকুরগাও জেলার ২৬৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি জেলাসমূহে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব, জয়সেট সেন্টার, বিটিসিএল অফিস এবং জেলার ডাক বিভাগের প্রধান ডাকঘর পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, আমরা যদি তাদেরকে মূল অর্থনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখি তাহলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। তিনি বলেন, স্মার্ট কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প ...