৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে মাইম আর্ট
পারফর্মিং আর্টস এর বেইজ বলা হয় মাইম (মূকাভিনয়)কে। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা এসব শিল্পে সাফল্য পেতে মূকাভিনয় বা মাই সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের সংগঠন মাইম আর্ট দলের ১৫বছর পূর্তি উপলক্ষ্যে ১৬-১৭-১৮জুন তিনদিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে। এবং কর্মশালা শেষে থাকছে মাইম আর্ট এর সদস্য হয়ে কাজ করার সুযোগ। ১৪জুন পর্যন্ত আগ্রহীরা ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার ৭তালায় চিলেকোঠা থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবে। এছাড়াও মাইম আর্ট এর পেজ থেকে http://www.facebook.com/MIME ART ফরম ডাউনলোড করা যাবে। প্রয়োজনে ০১৯১২৯৯৬৮৯০ বা ০১৭৩১০৬৩৮৮১ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে। জাতীয় নাট্যশালার ৬তালায় ৪নাম্বার মহড়াকক্ষে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কর্মশালা। মুখ্য প্রশিক্ষক থাকবেন মূকাকু খেত জনপ্রিয় মাইম শিল্পী ও সাংবাদিক নিথর ...