৪০০তম পর্বে দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’
দর্শকদের ভালবাসার ‘মাশরাফি জুনিয়র’ ছোটপর্দায় পূরণ করতে চলেছে ‘৪০০’ তম পর্ব। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ নিয়ে প্রচারিত হওয়া এই মেগাসিরিয়াল এখন সবার কাছে সমান জনপ্রিয়। টেলিভিশন কিংবা সামাজিক মাধ্যম, সবখানেই নাটকের প্রতিটি পর্ব দেখতে অপেক্ষায় থাকেন সব বয়সের দর্শকেরা। ২৮ নভেম্বর ২০২০ থেকে শুরু হওয়া ‘দীপ্ত টিভি’র প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটির ৪০০ তম পর্ব প্রচারিত হবে আগামীকাল ২৪ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। তাছাড়া ধারাবাহিকটি সপ্তাহে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। এরইমধ্যে নাম ভূমিকায় অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সাফানা নমনি। এছাড়াও দর্শকদের প্রিয়মুখ হ...