
৪ দিনেই ১০ মিলিয়ন!
ইউটিউবে কোটি ভিউ এখন আর তেমন ঘটনা নয়। তবে সেটি ঘটনার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়, যখন তুমুল রাজনৈতিক প্রেক্ষাপট ছাপিয়েও কোনও প্রেমময় নাটক এই রেকর্ড অর্জন করে। তারচেয়ে বড় বিষয়, ছয় মাসেরও বেশি সময় ধরে নাটক ইন্ডাস্ট্রি ভুগছে ভিউ খরায়। এমন পরিস্থিতিতে মুক্তি পাওয়া ‘মন দুয়ারী’ নাটকটি সব হিসাব বদলে দিলো। অনেকেই বলছেন, নাটকটি মরা ইন্ডাস্ট্রিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে।
এক ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ নির্মাণটি প্রকাশের চার দিনের মাথায় অতিক্রম করেছে ১০ মিলিয়ন ভিউয়ের ঘর। তাই নয়, এখনও (২৫ ফেব্রুয়ারি) নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে। লাইক শেয়ার, কমেন্টের কথা যেখানে বলাই বাহুল্য।
সিএমভি’র ব্যানারে নির্মিত ও প্রকাশিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
মাত্র ৪ দিনে কোটি ভিউ পার করা নিয়ে উচ্ছ্বসিত সংশ্লি...