
৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত
জুলাই বিপ্লবের চেতনায় ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর জুরী স্ক্রিনিং শুরু হয়েছে গতকাল ১৮ ডিসেম্বর, বুধবার, বাংলাদেশ সময় রাত ১১:৩০ টায়। বেলজিয়ামের গবেষক, নারী চলচ্চিত্র পরিচালক আনি ক্লার্ক উৎসবের উদ্বোধন করেন।
সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন পাকিস্তানী নারী চলচ্চিত্র পরিচালক, অধ্যাপক কাইনাথ থিবিউ, নেপালের চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক প্রদীপ পোখরেল, পুর্তগালের নারী চলচ্চিত্র পরিচালক মেরিইনা লিওনার্দো ও বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিচালকবৃন্দ।
৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ¯ স্লোগান করা হয়েছে "রক্তের ঋণে স্বাধীনতা/জাগ্রত হোক মানবতা"। উৎসব উৎসর্গ করা হচ্ছে জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উৎসবের পোষ্টারে তুলে ধরা হয়েছে জুলাই ৩৬ বিপ্লবের রক্তা...