
৫০ বছর পূর্তিতে এফবিসিসিআই-এর থিম সং (ভিডিও সহ)
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হলো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সূতিকাগার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর। প্রতিষ্ঠার পর থেকে যে ছাতার ছায়ায় ক্রমশ বিকাশ হয়েছে দেশের বাণিজ্য, শিল্প ও কলকারখানার। যে অর্জনে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের সমৃদ্ধির গল্প শোনাতে তৈরি হলো একটি থিম সং। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এতে সুরকারের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, তাসফী, অবন্তী সিঁথি ও নাসরিন নাশা।
অর্জন আছে অনেক
জানি হবে আরও
স্বপ্ন হবে পূরণ
সংশয় নেই কারও
আস্থা আছে সবার
রয়েছে আমারও
এ দেশকে নিয়ে
সামনে যাবো আরও
কাগজের অক্ষরে লিখে নিতে পারো
বাংলাদেশের আকাশ উজ্জ্বল হবে আরও
এমন কাব্যময় কথার রেশ ধরে ভিডিওচিত্রে সমৃদ্ধ বাং...