রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: ৬৫৭ টাকায় দারাজে মিলছে রিয়েলমি প্যাড মিনি

১৯,৬৫৭ টাকায় দারাজে মিলছে রিয়েলমি প্যাড মিনি

১৯,৬৫৭ টাকায় দারাজে মিলছে রিয়েলমি প্যাড মিনি

অর্থনীতি, শিরোনাম
সবচেয়ে পাতলা প্যাড হিসেবে ইতোমধ্যেই দেশজুড়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে রিয়লমি প্যাড মিনি। ২২ হাজার টাকা দামের মধ্যে আকর্ষণীয় এই ডিভাইসটিতে রয়েছে অনন্য সব ফিচার, নজরকাড়া লুক এবং ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত অভিজ্ঞতা। ডিভাইসটি এখন দারাজ থেকে কেনা যাবে মাত্র ১৯,৬৫৭ টাকায়। প্যাড মিনি ডিভাইসটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয় বডি ডিজাইনের মাধ্যমে এবং রিয়েলমি প্যাড মিনি এর প্রাইস সেগমেন্টে সবচেয়ে পাতলা প্যাড হিসেবে ব্যবহারকারীর সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। মাত্র ৩৭২ গ্রাম ওজনের ৭.৬ মিলিমিটার আলট্রা-স্লিম ডিজাইনের এই ডিভাইসটিতে রয়েছে ৮.৭ ইঞ্চির ডব্লিউএক্সজিএ প্লাস (ওয়াইড এক্সটেনডেড গ্রাফিক্স অ্যারে) ফুলস্ক্রিন লার্জ ডিসপ্লে। ৮৪.৫৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ও ১৩৪০X৮০০ পিক্সেল রেজ্যুলেশনের ডিভিও দেখার অভিজ্ঞতা হবে আরও চমকপ্রদ। ইউটিউব দেখার ক্ষেত্রে ১২ ঘণ্টা, জুম মিটিংয়ের ক্ষেত্রে...