বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

Tag: ৮০০ পর্বে দীপ্ত টিভির “মান অভিমান”

৮০০ পর্বে দীপ্ত টিভির “মান অভিমান”

৮০০ পর্বে দীপ্ত টিভির “মান অভিমান”

বিনোদন, শিরোনাম
একটা ধারাবাহিক নাটকের দর্শকপ্রিয়তা ধরে রেখে দীর্ঘদিন চালিয়ে যাওয়া অনেক কঠিন কাজ। আর এই কঠিন কাজটিই সহজ করেছে দীপ্ত টিভি। এবার দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক 'মান অভিমান' -এর ৮০০তম পর্ব সম্প্রচারিত হতে যাচ্ছে আগামীকাল ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায়। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস 'প্রাইড এন্ড প্রেজুডিস'-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায় এবং লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। আশিস রায়ের পরিচালনায় ২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। নাটকটি শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। মান অভিমান নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। নাটকের লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ ৮০০ পর্বের দী...