
৮৪০ প্রথম ঝলক: ফারুকী বানালেন পলিটিক্যাল স্যাটায়ার
টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’-এর কথা কি আপনাদের মনে আছে, দর্শক? ২০০৭–০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’
৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স্যাটায়ার ‘840’-এর অফিসিয়াল ট্রেইলার। আর ট্রেইলার রিলিজের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ বিভিন্ন পরিচিত মুখের।
ট্রেইলার ঘিরে ‘৪২০’ ভক্ত সহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিয়েছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরও কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যেই ...