৯০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো
গত ১১ নভেম্বর বিকাল ৪ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার টু অন্ত্রেপ্রেনারঃ অ্যাচিভ ইওর গোল্স্ (Freelancer to Entrepreneur: Achieve Your Goals)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে ৬ টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৯০ জন ফ্রিল্যান্সার।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রোমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম খান। তিনি তার বক্তব্যে বলেন, “যে কেউ ফ্রিল্যান্সার হতে পারেন। আপনাদের উদ্যোক্তাতে পরিণত করার দায়িত্ব আমাদের। বাক্কো, বিপিসি সবসময় ফ্রিল্যান্সারদের পাশে আছে। ভবিষ্যতে এধরণের কোর্সগুলোকে অনলাইনে নিয়ে আসা, শুধুমাত্র নারীদের জন্য বিশেষ প্র...