রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

Tag: আবার মঞ্চে আসছে নবরস-এর ‘উনপুরুষ’

আবার মঞ্চে আসছে নবরস-এর ‘উনপুরুষ’

আবার মঞ্চে আসছে নবরস-এর ‘উনপুরুষ’

বিনোদন, শিরোনাম
নবরস নৃত্য ও নাট্যদল পুনরায় মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। আজ ২৪ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭টা, রাজধানীর বেইলীরোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির হলে প্রদর্শিত হবে এই নাটক। ২০১৮ সালে প্রতিষ্ঠিত "নবরস" দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর ২০২৩ সালে মঞ্চে আনে তাদের প্রথম নাটক ‘উনপুরুষ’। নাটকটি এমন একজন মানুষের গল্প, যার আত্মপরিচয় সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরিচয়ের স্বীকৃতি না পেয়ে তার জীবন হয়ে ওঠে দোটানা ও সংকটে ভরা। নাট্যকার অপু মেহেদী বলেন— “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের একমাত্র পরিচয় নয়। নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও বোধ থেকেই গড়ে ওঠে সত্যিকারের আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ মেনে নিতে চায় না বলেই কেউ কেউ হয়ে ওঠে বিপন্ন।” নাটকটির নির্দেশক সৈয়দা শামছি আরা সায়েকা জানান— “সমাজের অসংগতিগুলো দর্শকদের মাঝে তুলে ধরে মানবিক চেতনা তৈরীর প্রয়...