শনিবার, এপ্রিল ২০Dedicate To Right News
Shadow

Tag: আব্দুল্লাহ্-আল-ফারুক এর তিনটি কবিতা

আব্দুল্লাহ্-আল-ফারুক এর তিনটি কবিতা

আব্দুল্লাহ্-আল-ফারুক এর তিনটি কবিতা

শিরোনাম, সাহিত্য
[১] "উৎসব" যখন বৃষ্টি নামে তোমাদের লোক দেখানো শহরে মেকি ভালোবাসার ভং ধরা চাহুনিতে তখন ওরা চাষ দিয়েছে ভুঁইয়ে মৃত্তিকার ভালোবাসায় বৃষ্টির ঘামে ভিজে তুলে এনেছে স্বপ্ন আমরা ব‌ই হাতে শিখে এসেছি অলিক জন্তুর বিবরণ লোক ঠকানো সভ্যতার গল্পে তাই সর্বোচ্চ শিক্ষার নামে পরিণত হচ্ছি পোষ মানা ময়নায় শিখছি বাধ্যতামূলক বর্বরতার উৎসব। [২] "গঞ্জ" একটু পেরুলেই ধানকাটা মাঠ, পদ্মময় দীঘি, গরুর গাড়ি টানা কাঁচা রাস্তা ভাঙাচোরা মেঠো পথ ধরে উঠে এসে পীচের শহর মিশে যায় গঞ্জের বাতাসে ।। জাহাজের সিঁঠিতে লেগে থাকে ঘাট ভোলা সারেঙ্গের পিছুটান, অবুঝ বেনী খুলে বিলি কাটে অভাবের থাবা ক্ষুধার আগুন ।। হুইসেল বাজিয়ে চলে যায় গন্তব্যের ট্রেন হকারের হুড়োহুড়ি ক্যানভাসারের ব্যাস্ততা কাস্টমারের ফাই ফরমাশ থেমে গেলে বাড়ি ফেরে ঝরা পাতা শূন্য হাঁড়িতে গরম ভাতের গন্ধ হবে বলে ।। [৩] "ওপেন সিক্রেট" মসজিদে না...