বুধবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

Tag: ইউল্যাবের “পলাশী: জনশ্রুতি

ইউল্যাবের “পলাশী: জনশ্রুতি, বাস্তবতা ও স্মৃতি” শীর্ষক সেমিনার

ইউল্যাবের “পলাশী: জনশ্রুতি, বাস্তবতা ও স্মৃতি” শীর্ষক সেমিনার

শিক্ষা, শিরোনাম
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাধারণ শিক্ষা বিভাগ গত ২১ মে "পলাশী: জনশ্রুতি, বাস্তবতা ও স্মৃতি" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ইউল্যাবের সাধারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি উপমহাদেশের ইতিহাসে পলাশী যুদ্ধের তাৎপর্য প্রসঙ্গে আলোচনা করেন। সেমিনারের প্রধান বক্তা ইউল্যাবের দক্ষিণ এশিয়া স্টাডিজের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার ইতিহাসের গতিপথ পরিবর্তনে পলাশী যুদ্ধের ভূমিকা তুলে ধরেন। তিনি আলোচনায় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অর্ন্তদৃষ্টি দেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য- ৪ (বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা) এবং ১১ (বিশ্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা) পূরণে ভূমিকা রাখবে। পলাশীর যুদ্ধকে উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে দেখা হয়েছিল সে বিষয়েও তিনি আলোক...