শনিবার, এপ্রিল ২০Dedicate To Right News
Shadow

Tag: কবিতাঃ ভালোবাসা শব্দটা

কবিতাঃ “ভালোবাসা শব্দটা”

কবিতাঃ “ভালোবাসা শব্দটা”

শিরোনাম, সাহিত্য
:: আবদুল আওয়াল :: ভালোবাসা শব্দটা নিজেই এক মধুর আবাস। ঘাঁটলে সেথায় পাওয়া যায় হরেক রকম প্রকাশ। ভালোবাসা সকলের তরে আসে আপন করে। ছেড়ে দিলে দেখবে তাকে মরিচা কেমন ধরে। আকাশ যেমন ভালোবেসে ঘটায় নীলের প্রকাশ। পৃথিবীকেও ভালোবাসে ঐ মায়াবিনী আকাশ। মাটির মানুষ আগ বাড়িয়ে ভালো বাসতে তাকে খেই হারিয়ে ঘুরে বেড়ায় আপনার চারিদিকে। পায়না কোথাও ভালোবাসা ঘিরে থাকে ধোঁয়াশা। জীবন ভর যুদ্ধ করে ফল মিলে তার হতাশা। আপনার আমিকে সে, হারিয়ে খুঁজে সকাল সাঝে দূর আকাশে মেঘের দেশে, মায়া ভরা নীলের মাঝে। চিলে কান নিল শুনে ছুটছে সে যে চিলের পিছে সময় শেষে পড়ল এসে ঠিক যেমন তার সকাশে। ভালবাসা নয় তো অত সোজা ভাবছি মনে মনে। থাকে যদি মনটা তোমার ছেড়ে দাও তার কানেকশনে।...