শুক্রবার, এপ্রিল ১৯Dedicate To Right News
Shadow

Tag: কবি ও গীতিকার শামসুল আলমের জন্মদিন আজ

কবি ও গীতিকার শামসুল আলমের জন্মদিন আজ

কবি ও গীতিকার শামসুল আলমের জন্মদিন আজ

শিরোনাম, সাহিত্য
আজ ২৫ আগস্ট কবি, গীতিকার, শিশুসংগঠক ও শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলমের ৬০তম জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এস. এম. শাহজাহান আলী ও মা সালেহা শাহজাহান। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবাধ বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৫। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ আমার বঙ্গবন্ধু, সমকলম, স্বপ্নভূমি, ছড়াসমগ্র, কিশোর সমগ্র, সমকবিতা, কিশোর গল্প সমাহার, কিশোর কবিতা সমাহার, মুক্তিযুদ্ধের ছড়া কবিতা, চমক দেব ধমক দেব, দাঁড়াবার পা কোথায়, অর্ধেক চুম্বন, আমার মনের আকাশ জুড়ে, মায়ের অলংকার, হেসে ফাটে দম, খাস কামরা, গদ্যগান, কালুখালি জংশন ইত্যাদি। কবি ও শিশুসাহিত্যিক হিসেবে পরিচিতি পেলেও ইতোমধ্যে স.ম. শামসুল আলম গীতিকার হিসেবে সুধীমহলের দৃষ্টি কেড়েছেন। তাঁর লেখা গানে কণ্ঠ ...