বৃহস্পতিবার, এপ্রিল ১৮Dedicate To Right News
Shadow

Tag: গুলশান চৌধুরীর কবিতা “শিরোনামহীন”

গুলশান চৌধুরীর কবিতা “শিরোনামহীন”

গুলশান চৌধুরীর কবিতা “শিরোনামহীন”

শিরোনাম, সাহিত্য
শিরোনামহীন প্রচারবিহীন অন্তর্মুখী তুমি জ্ঞানের মশাল জ্বালিয়েছো জ্ঞান বিলাতে ওগো জ্ঞানতাপস ধ্যানী! নিরলস প্রচেষ্টা আর আরাধনা শেষে নীরবে নিভৃতে সহজ সরল সমাধানেই চাও নিস্পত্তি। প্রচার প্রচারনার ধার না ধেরে অগ্নিকুণ্ডের আলোর ন্যায় উদ্ভাসিত লৌহমানব কে হে তুমি? মাঝে মাঝে তব সামনে আসো, মনের গহীনে নাড়া দিয়ে, অনুভূতি জাগিয়ে আবার উধাও কোথায় তোমার নিবাস? এ তোমার কেমন নির্মমতা? জ্ঞানের তৃষ্ণা মেটেনা অনুভূতিগুলো যখন জ্ঞান অন্বেষণে দ্যোদুল্যমান তখনই তোমার প্রস্থান! শুধু ভাবাতেই আসো জ্ঞানের পাঠ চুকিয়ে স্বর্গের সুখ নিয়ে দুটি আত্মা যখন একাকার হতে ব্যস্ত! তখন তৃষিত পিপাসার্ত অন্তরাত্বা তোমাতেই স্বঁপে আনন্দে আত্মহারা, ভরা পূর্ণিমার রজনীতে ক্লান্ত বিনিদ্র। পিলখানা ঢাকা ২০.৮.২২...